দয়া করে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে কোন তর্কে যাবেন না

ব্রাজিলের সাথে তুলনা করার মত দল আর্জেন্টিনা কখনোই না। 

দয়া করে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে কোন তর্কে যাবেন না। কারন বাপ-দাদার কোন এক আমলে দিয়েগো মারাদোনার খেলা দেখে বাপে বা দাদায় ফিদা হইছিলো। তখন থেকেই উত্তরাধিকার সূত্রে বা পৈত্রিক সূত্রে এরা আর্জেন্টিনার সাপোর্টার। এরা খেলা বুঝে না। খেলা বুঝলে ব্রাজিলের মত ফুটবল দলের সাথে জোড়া দিতো না।
আমার জন্মের পর থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার সমীকরণঃ তুলনা নয় যারা ব্রাজিলকে নিয়ে ট্রল করে তাদের জন্য।
১৯৯৪ বিশ্বকাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে ।
১৯৯৫ কোপাঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিলের কাছে হেরে বাদ পড়ে যায় ।১৯৯৭ কোপাঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বাদ ।
১৯৯৭ কনফেডারেশন্স কাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা চান্সই পায় নাই।
১৯৯৮ বিশ্বকাপঃ ব্রাজিল রানার্সআপ হয়। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বাদ ।
১৯৯৯ কোপাঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিলের কাছে হেরে যায় ।
২০০২ বিশ্বকাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । (টানা তিনবারের ফাইনালিস্ট) আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই বাদ ।
২০০৪ কোপাঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয় । ২০০৫ কনফেডারেশন্স কাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয় ।
২০০৬ বিশ্বকাপঃ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ । আর্জেন্টিনাও কোয়ার্টার ফাইনালে বাদ ।
২০০৭ কোপাঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয় ।
২০০৯ কনফেডারেশন্স কাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা চান্সই পায় নাই ।
২০১০ বিশ্বকাপঃ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ । আর্জেন্টিনাও কোয়ার্টার ফাইনালে বাদ ।
২০১৩ কনফেডারেশন্স কাপঃ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । আর্জেন্টিনা চান্সই পায় নাই ।
২০১৪ বিশ্বকাপঃ ব্রাজিল সেমি- ফাইনালে বাদ । (আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন ব্রাজিলের এই হার) আর্জেন্টিনা রানার্সআপ হয় ।
২০১৫ কোপাঃ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ । আর্জেন্টিনা রানার্সআপ হয় । অদ্ভূত হলেও এটাই সত্যি যে, যেকোন টুর্নামেন্টে বরাবরই সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে নামা আর্জেন্টিনা দল গত ২৬ বছরে কোনো মেজর ট্রফি জিততে পারে নাই । 

No comments

Powered by Blogger.