শিরোপা এবার ব্রাজিলই জিতবে, মনে করেন তিন নেত্রী
শিরোপা এবার ব্রাজিলই জিতবে, মনে করেন তিন নেত্রী
রাজনৈতিক অবস্থান থেকে একে অন্যের চির শত্রু। তিন জনেরই আলাদা আদর্শ। আবার শেখ হাসিনা ও খালেদা জিয়া তো একে অন্যের মুখও দেখেন না বছরের পর বছর। দুজনের সর্বশেষ দেখাও হয়েছিল ২০০৯ সালের ২১ নভেম্বর।
তবে এই দুই নেত্রীকে এবার এক মোহনায় মিলিয়ে দিয়েছে ব্রাজিল। ফুটবলে দুজনেই ব্রাজিলের কট্টর সমর্থক এবং ব্রাজিলের হয়েই খেলা দেখবেন বিশ্বকাপে।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা বলেন, ম্যাডাম ব্রাজিলের কঠিন ভক্ত। ম্যাডাম মনে করছেন এবার শিরোপা ব্রাজিলই জিতবে।
অন্যদিকে প্রধান মন্ত্রীর উপ-প্রেস সচিব বলেছেন, শেখ হাসিনা ব্রাজিলের সমর্থক। ম্যাডাম চান যেন ব্রাজিলই শিরোপা জিতে।
বে শুধু তারাই নয়, রওশন এরশাদও ব্রাজিলের সমর্থক। তার পরিবারের এক সদস্য বলেছে, যেদিন থেকে খেলা বুঝতে শুরু করেছে, সেদিন থেকেই রওশন এরশাদ ব্রাজিলের সমর্থক
No comments